ঢাকায় গণপরিবহনের শ্রমিকদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে।

আজ বুধবার (১৯ জানুয়ারি) মহাখালীর আন্তজেলা বাস টার্মিনালে সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। খবর বাংলা ট্রিবিউনের।

টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক।

তিনি বলেন, ‘আজ থেকে পরিবহনশ্রমিকদের টিকা দেওয়া শুরু হয়েছে। খুব শিগগির সবাইকে আমরা টিকার আওতায় আনব। আমরা এ পর্যন্ত ৯০০ জনের তালিকা পেয়েছি। আমাদের টিকার কোনো সংকট নেই।’

ঢাকা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ঝুমানা আশরাফি বলেন, ‘৯০০ জনের তালিকা পাওয়া গিয়েছিল, কিন্তু টিকা নিতে এসেছে মাত্র ১০০ জন। টার্মিনালে টিকা দেওয়ার জায়গা নেই। তাই কাছের কেন্দ্রে অগ্রাধিকার ভিত্তিতে গণপরিবহনের শ্রমিকদের টিকাদান সম্ভব বলে মনে করি।’