ডিবির হেফাজতে তিন আসামি। ছবি: পুলিশ নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে ইমাম হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তাঁর স্ত্রী, পরকীয়া প্রেমিক ও এক সহযোগী। এর আগে গত শুক্রবার হত্যার অভিযোগে কালিহাতী ও ভূঞাপুর থানা এলাকা থেকে ৩ আসামিকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

শনিবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তার আসামিরা হলেন নিহত ইমাম হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২১), তাঁর পরকীয়া প্রেমিক সবুর খান বাবু (২০) এবং তাঁদের সহযোগী জনি শেখ (২৫)।

পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন সল্লা এলাকার ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে নিহত ইমাম হোসেনের লাশ ফেলে যান আসামিরা। গত ২৬ ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলা তদন্তের দায়িত্ব পায় টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

তদন্তকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে টাঙ্গাইল জেলার কালিহাতী ও ভূঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

পরে আদালতে পাঠানো হলে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।