পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুর জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, চেম্বার অব কমার্স, জুয়েলার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে পুলিশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।

তিনি বলেন, যেকোনো ঘটনায় যেকোনো সময় পুলিশি সহযোগিতা চাইলেই আমরা সদা প্রস্তুত আছি এবং পবিত্র রমজান মাসে জেলা পুলিশ অতীতের ন্যায় কঠোর নিরাপত্তা প্রদানের মাধ্যমে জনকল্যাণে নিয়োজিত থাকবে বলে উল্লেখ করেন।

এ ছাড়া বিভিন্ন বিপণিবিতান, শপিং মল, ব্যাংকসমূহে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অচিরেই জেলা পুলিশের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সিসি ক্যামেরা বসানো হবে উল্লেখ করেন।

পাশাপাশি তিনি রমজানে ভেজাল খাদ্যদ্রব্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), শেরপুর; মো সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, চেম্বার অব কমার্স, জুয়েলার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।