আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জে পুলিশের সঙ্গে জেলা বাস-ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জুন বেলা সাড়ে ১১টায় জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঈদুল আজহার সময় যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে আলোচনা হয়।
এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার।
পুলিশ সুপার বলেন, ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতে ও ভোগান্তি নিরসনে মানিকগঞ্জ জেলা পুলিশ শতভাগ সচেষ্ট থাকবে। এ ছাড়া সড়ক বা মহাসড়ক, নদী—কোথাও কেউ পশুবাহী যানবাহন থামাতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও থামাতে পারবে না। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে সেটি ভিন্ন কথা। এ জন্য পশুবাহী যানবাহনে ব্যানারে লেখা থাকতে হবে কোন হাটে যাচ্ছে।
সভায় মানিকগঞ্জ জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জরাসহ মানিকগঞ্জ জেলার বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বাস ও ট্রাকমালিকপক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দুপুর ১২টায় “পশুর হাট ব্যবস্থাপনা” সংক্রান্ত পৃথক আরেকটি সভা অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও কোরবানির পশুর হাটে ওয়াচ টাওয়ার বসানো, সিসিটিভি ক্যামেরা স্থাপন, সড়ক-মহাসড়কে কোনো হাট যাতে না বসে, তার ব্যবস্থা এবং কোরবানির পশুর হাটে হাসিলের সাইনবোর্ড দৃশ্যমান রাখার ব্যবস্থা করতে সিদ্ধান্ত দেন পুলিশ সুপার।
সভায় মানিকগঞ্জ জেলার হাট পরিচালনা কমিটির বিভিন্ন সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।