আরএমপির পবা থানার অভিযানে জব্দ করা অস্থাবর সম্পত্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরের পবা থানার কাপাস মূল এলাকায় অভিযান চালিয়ে ক্রোকি পরোয়ানাভুক্ত এক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ করেছে আরএমপি।

অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে একটি ফ্রিজ, টিভি, খাট ও সিলিং ফ্যান।

আরএমপি সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরের পবা থানাধীন কাপাস মূল এলাকার শরিফুল ইসলাম একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক। এ জন্য আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা তামিলে আসামি শরিফুলের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে তৎপর হয় পবা থানা-পুলিশ।

আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো. মোস্তাফিজুর ও তাঁর টিম আসামির বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে অস্থাবর সম্পত্তি হেফাজতে নেয়।

ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি শরিফুলের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে আদালতকে অবহিত করা হয়েছে।