মো. বায়েজিদ তালহা। ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও আপলোড করা মো. বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন শরীয়তপুরের একটি আদালত। খবর বাসসের।

আদালত সূত্র জানায়,
সোমবার (২৭ জুন) বিকেলে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সালেহুজ্জামান রিমান্ডের আদেশ দেন।

সিআইডি ঢাকার পরিদর্শক মো. আব্দুল মালেকের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়।

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন গত রোববার রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে দেন আসামি। পরে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।