এক মোটরযান চালককে জরিমানা করা হচ্ছে। ছবি : বাসস

পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ১০টি মোটরযান থেকে মোট সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশ। খবর বাসসের।

পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম, পিপিএম জানান, পদ্মা সেতুতে ৬০ কিলোমিটার বেগে গাড়ি চলাচলের নির্দেশনা থাকলেও ১১০ কিলোমিটার বেগে চালানো হচ্ছে।

তিনি জানান, অতিরিক্ত গতির কারণে একটি বাস, তিনটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যানের চালককে জরিমানা করা হয়েছে। এ ছাড়া সার্ভিস লেন অতিক্রম করে মূল লেনে চলে আসায় তিনটি মোটরসাইকেল এবং সেলফি তোলায় দুটি মোটরসাইকেলের চালককে জরিমানা করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, সেতুর সার্ভিস লেনে অস্থায়ী ডিভাইডার দেওয়া হয়েছে। এগুলো ধীরে ধীরে তুলে ফেলা হবে। মার্কিং করা সার্ভিস লেনেই বাইকাররা নিয়ে মেনে চলাচল করবে বলে আমাদের বিশ্বাস।

মুন্সিগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, সেতুতে যানবাহনকে শৃঙ্খলায় আনার চেষ্টা চলছে। নিয়ম মানলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।