দক্ষিণাঞ্চলের দুয়ার খুলে দেওয়া পদ্মা সেতু। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে প্রথম আট ঘণ্টায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১৫ হাজার ২০০ যানবাহন পারাপার হয়েছে।

এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা। খবর বাসসের।

রোববার সকাল ৬টা থেকে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় পদ্মা সেতু। মাওয়া প্রান্তের টোল প্লাজা ঘিরে যানবাহনের লম্বা লাইন ছিল।
অপরদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট ছিল আজ অনেকটা ফাঁকা। এত দিন এই ঘাট ছিল সরগরম। কিন্তু আজকে চিত্র পুরোটাই উল্টো।

শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে সকাল থেকে কোনো ফেরি ছেড়ে যায়নি বা মাঝিরকান্দি থেকেও শিমুলিয়া ঘাটে কোনো ফেরি আসেনি।

সেতুর মাওয়া প্রান্তে টিকিট কেটে প্রথম পার হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। তাঁর নাম আমিনুল ইসলাম (৩৫)। তিনি এসেছেন ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে।

আমিনুল জানান, তাঁর সঙ্গে শতাধিক মোটরসাইকেল আরোহী রয়েছেন। ভোর থেকেই টোল প্লাজা হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষ গাড়ি নিয়ে পদ্মা সেতু পারাপারের অপেক্ষায় রয়েছেন।