পদ্মা সেতুর মাওয়া প্রান্তে শনিবার আলো জ্বালানো হয়। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ল্যাম্পপোস্ট জ্বালানো হলো পদ্মা সেতুর মাওয়া প্রান্তে।

সন্ধ্যা ৬টায় জ্বালানো হয় মাওয়া প্রান্তের বাতিগুলো। এর ফলে প্রথমবারের মতো রাতের আঁধারে আলোঝলমলে হয়ে উঠল পদ্মার বুক। খবর বাসসের।

প্রথমে সেতুর ১২ নম্বর স্প্যানের ল্যাম্প পোস্টগুলোতে লাইট জ্বালানো হয় বলে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।

তিনি জানান, চার লেন সেতুর পশ্চিম পাশে প্রথম বাতি জ্বলে ওঠে। এরপর পূর্ব পাশের বাতি জ্বালিয়ে দেওয়া হয়। বাতি জ্বালানোর মুহূর্তে পদ্মা সেতুর কর্মীদের মধ্যে এক বিশেষ অনুভূতি লক্ষ করা যায়। আজই প্রথমবারের মতো সেতুর ল্যাম্পপোস্ট প্রজ্বালন হয়।

প্রকৌশলীরা জানান, পদ্মা সেতুর স্ট্রিট লাইটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে, সব কটি লাইট কখনো একসঙ্গে নিভে যাবে না; কখনো অন্ধকার হবে না চারপাশ।