পদোন্নতি পাওয়া পুলিশের একজন কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন ডিএমপি কমিশনার । ছবি: বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি পাওয়া ১৭ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)। খবর জাগো নিউজের।

গতকাল রোববার (১২ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সে এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ডিএমপি কমিশনার।

গত ৩১ মে ও ২ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা পৃথক প্রজ্ঞাপনে ডিএমপি থেকে ১৩ জন পুলিশ কর্মকর্তাকে ‘পুলিশ সুপার’ থেকে ‘অতিরিক্ত ডিআইজি’ পদে পদোন্নতি দেওয়া হয়।

অন্যদিকে ৫ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে ডিএমপি থেকে চারজন কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ সুপার’ থেকে ‘পুলিশ সুপার’ পদে পদোন্নতি দেওয়া হয়।