লিজ ট্রাস। ছবি : সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। খবর যুগান্তরের।

প্রধানমন্ত্রিত্ব বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন লিজ ট্রাস। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার কনজারভেটিভ পার্টির নীতি নির্ধারণী ১৯৯২ কমিটির প্রধানের সঙ্গে নিজের সরকারি দপ্তরে বৈঠকে বসেছিলেন। কিন্তু তাঁকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়তেই হলো।

ট্রাসের জায়গায় নতুন প্রধানমন্ত্রী কে হবেন, তা আগামী এক সপ্তাহের মধ্যে ঠিক করবে কনজারভেটিভ পার্টি। সে পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন।