পড়াশোনার পাশাপাশি পথশিশুদের শিক্ষাদানের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করেছে। বিগত কয়েক মাস ধরে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রতি শুক্রবার বিকেলে পথশিশুদের শিক্ষাদান করছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সংগঠন প্রজেক্ট বেটার লাইফ।

সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রদানের মাধ্যমে তাঁদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে সংগঠনটি। সব নাগরিক যাতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এই শিক্ষার্থীরা।

সংগঠনটির উদ্যোগে শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর রবীন্দ্র সরোবরে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশন্স) মো. হায়দার আলী খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ওয়ারেস উল মতিন।