পটুয়াখালী সদর ও বাউফল উপজেলায় রোববার অবৈধ কারেন্ট জাল উদ্ধারের পাশাপাশি পুড়িয়ে দেন নৌ পুলিশের সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

পটুয়াখালীর দুই উপজেলায় আজ রোববার নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ।

সদর
পায়রাকুঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা সদর উপজেলার পায়রা নদীতে অভিযান চালান। ওই সময় নদীতে পাতানো অবস্থায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বাউফল
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপজেলার চন্দ্রদীপ ইউনিয়ন পরিষদের বান্দুরিয়ার খালের সামনে তেঁতুলিয়া নদীতে অভিযান চালান। ওই সময় পাতানো অবস্থায় ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ১০ লাখ টাকা। জব্দকৃত এসব জাল আগুনে পোড়ানো হয়েছে।