নড়াইলে মফি শেখ হত্যা মামলায় একজনের ফাঁসি এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই আদেশ দেন। খবর বাসসের।

জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এমদাদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সদর উপজেলার ভবানীপুর গ্রামের জামিনুর রহমান মোল্যা। তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের সাদ্দাম হোসেন শুভ, সাহিদ মোল্যা ও সাত্তার মোল্যা। এই তিনজনের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামের মফি শেখ ২০১৬ সালের ১৮ জুলাই সকালে ছেলে মিঠুন শেখের স্কুলে উপবৃত্তির টাকা তুলতে সরকেল ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখান থেকে টাকা তুলে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মাথাভাঙ্গা ব্রিজের কাছে পৌঁছালে আসামিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।