অবৈধ জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

দেশের মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণে নিয়মিতভাবে অভিযান চালিয়ে আসছে নৌ পুলিশ। এরই ধারাবাহিকতায় ১ থেকে ৬ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ জাল, মাছ, নৌকা, ড্রেজার, ঝোপ ও চোরাই ডিজেল জব্দ করেছে নৌ পুলিশ। এ ছাড়া ২০টি মামলায় ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়।

নৌ পুলিশ জানায়, এ সময় মোট ২ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক দাম ৮১ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা। এ সময় ৩৫২ কেজি মাছ ও ১৫টি নৌকা জব্দ করা হয়। এ ছাড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার জব্দ করা হয়। এর আনুমানিক দাম ৪২ লাখ ৪৫ হাজার টাকা।

অন্যদিকে, চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার ২২০ লিটার ডিজেল জব্দ করা হয়। এর আনুমানিক দাম ৪ লাখ ১৭ হাজার ৪০০ টাকা। এ ছাড়া মাছের বংশবৃদ্ধির জন্য ক্ষতিকর ১১৮টি ঝোপ ধ্বংস করা হয়।

অভিযান প্রসঙ্গে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বিপিএম-বার, পিপিএম বলেন, দেশের আমিষের অন্যতম উৎস হচ্ছে মাছ। এই মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি ও সুরক্ষায় নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।