পাটুরিয়া ঘাট নৌ থানা-পুলিশ রোববার বিআইডব্লিটিএর রেকার দিয়ে পাটুরিয়া ০৩ নম্বর ফেরিঘাটে চামড়াসহ নদীতে ডুবে যাওয়া একটি ট্রাক উদ্ধার অভিযান পরিচালনা করে। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ

দেশের বিভিন্ন স্থানে নৌ পুলিশের সদস্যরা রোববার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ এবং তা পুড়িয়ে ধ্বংস করেন। পাটুরিয়ায় নৌ পুলিশের সদস্যরা ডুবে যাওয়া একটি ট্রাক উদ্ধার করেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ ফাঁড়ি পুলিশ রোববার মেঘনা নদীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ১৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
নোয়াখালীর নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা রোববার হাতিয়া থানাধীন সূর্যঘামুখী ঘাটসংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেন। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ।
লক্ষ্মীপুরের বড়ক্ষেরী নৌ ফাঁড়ি পুলিশের সদস্যরা রোববার রামগতি থানাধীন আবদুল্লারচর ও চর আলগী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
চাঁদপুরের হরিণাঘাট নৌ ফাঁড়ি পুলিশের সদস্যরা রোববার চাঁদপুর সদর মডেল থানাধীন দোকানঘর ও বদরিয়া মেঘনা নদীর তীরবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
বরগুনার নিদ্রাসখিনা নৌ ফাঁড়ির সদস্যরা রোববার বলেশ্বর নদের আশপাশে অভিযান পরিচালনা করে ৩০ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
বরিশাল সদর নৌ থানার সদস্যরা রোববার আড়িয়াল খাঁ, কীর্তনখোলা, কালাবন্দসহ বিভিন্ন শাখানদীতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে ওই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
পটুয়াখালীর পায়রাবন্দর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা রোববার রাবনাবাদ চ্যানেল নদী ও আশপাশের নদী এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি জাটকা ও ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে জাটকা মাছ মাদ্রাসা ও এতিমদের মধ্যে বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা রোববার মেঘনা নদীসহ বিভিন্ন শাখানদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
পটুয়াখালীর পায়রাকুঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পায়রা নদীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
বরিশালের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা রোববার মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ