শরীয়তপুরের মাঝির ঘাট নৌ ফাঁড়ি পুলিশের সদস্যরা সোমবার জেলার জাজিরা থানাধীন সিডারচর পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ

শরীয়তপুর, চাঁদপুর, বরগুনা ও বরিশালের বিভিন্ন নদীতে সোমবার বাংলাদেশ নৌ পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন।

চাঁদপুরের মজুচৌধুরী ঘাট নৌ ফাঁড়ি পুলিশের সদস্যরা সোমবার ২০ নম্বর চর রমনী মোহন ইউনিয়ন চর মেঘাচরের পশ্চিম পাশে মেঘনা নদীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
চাঁদপুরের আলুবাজার নৌ ফাঁড়ি পুলিশের সদস্যরা সোমবার ইব্রাহীমপুর ইউনিয়নের মুকুন্দিচর, ইশান বালা, জামালপুর এবং গুচ্ছগ্রাম এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
বরগুনার চরদুয়ানী নৌ ফাঁড়ি পুলিশের সদস্যরা সোমবার পাথরঘাটা উপজেলাধীন বলেশ্বর নদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
বরিশালের চামটা নৌ ফাঁড়ি পুলিশের সদস্যরা সোমবার বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
বরিশালের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা সোমবার মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা সোমবার মেঘনা নদীসহ মেঘনার বিভিন্ন শাখানদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ