সুনামগঞ্জের লালপুর নৌ পুলিশ ফাঁড়ি একটি দল সুরমা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নদীতে পাতানো অবস্থায় ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ

সারা দেশে গতকাল বাংলাদেশ নৌ পুলিশ দেশের বিভিন্ন স্থানে নদীতে অভিযান চালিয়ে মোট ৫৭ লাখ ৬৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এ ছাড়া বেশ কিছু ইলিশ মাছ, ট্রলার এবং নৌকা জব্দ করা হয়। এ ছাড়া কয়েকজনকে আটকের পর কারাদণ্ড ও জরিমানা করা হয়

মুন্সিগঞ্জের চরআবদুল্লাপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল কাওয়াদী বকচর ও বাংলাবাজার খালের মুখে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ লাখ ৩০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০ কেজি ইলিশ মাছ জব্দ করে। পরে জালগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ

পাবনার নগরবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির একটি দল জেলার আমিনপুর থানাধীন নাকালিয়া কল্যাণপুর যমুনা নদীতে অভিযান চালিয়ে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে এবং ৫ জনকে আটক করে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও ৫ জনকে জরিমানা করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ

রাজশাহী মহানগর পুলিশের নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও সদস্যরা দামকুড়া থানাধীন হারুপুর আই বাঁধের পশ্চিম পাশে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ

মুন্সিগঞ্জ সদর থানাধীন মিরেশ্বরাই ও পুরাতন জাহাজঘাট এলাকায় একটি বাড়ি ও পুরাতন জাহাজঘাটে অভিযান চালিয়ে ৯ লাখ মিটার কারেন্ট জাল ও ৫২টি মাছ ধরার ফাঁদ জব্দ করে মুক্তারপুর পুলিশ ফাঁড়ির একটি দল। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ

নোয়াখালীর নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল হাতিয়া থানাধীন সালাউদ্দিন মিয়ার ঘাট-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ

সীতাকুণ্ডের কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ভাটিয়ারী উপকুলীয় বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে ৯৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ
৪০ লাখ ৩৭
বরিশালের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মল্লিকপুর-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ লাখ ৮৭ হাজার মিটার কারেন্ট জাল ৩০ কেজি ইলিশ মাছ, ২০টি নৌকা এবং ৭টি ট্রলার জব্দ ও ৬ জনকে আটক করে। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়। নৌকা ও ট্রলার ধ্বংস করা হয়। এবং দুজনকে আসামি করে মৎস্য আইনে মামলা করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ

পটুয়াখালীর কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বাউফল উপজেলাধীন তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ লাখ ৭ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ২২ কেজি ইলিশ, ১৩ নৌকা ও একটি ট্রলার জব্দ ও দুজনকে আটক করে। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়, মাছ এতিমখানায় বিতরণ করা হয়। আটক একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপরজনকে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা নৌকা ও ট্রলার ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ

পটুয়াখালীর কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল হাজীপুর নদী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩৫ কেজি ইলিশ এবং পাঁচটি ট্রলার জব্দ করে। পরে জাল ও ট্রলার ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ