জব্দকৃত অবৈধ কারেন্ট জাল। ছবি : নৌ পুলিশ

নৌ পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭ লাখ ৮১ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় ৪৫ কেজি জাটকা ইলিশও জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার (১০ নভেম্বর) দিনভর অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল ও জাটকা ইলিশ জব্দ করা হয়।

পটুয়াখালীর দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার, ফোর্সসহ তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫১ লাখ টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার, ফোর্সসহ মেঘনা এবং এর বিভিন্ন শাখানদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে নদীতে পাতানো অবস্থায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।

অভিযানে ১৫ কেজি জাটকা ইলিশও জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা।

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

একই জেলার কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার, ফোর্সসহ মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এদিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার, ফোর্সসহ লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন ২০ নম্বর চর রমণী মোহন ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার, ফোর্সসহ চাঁদপুর জেলার হাইমচর থানাধীন মিয়ার বাজার-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে ঢাকার কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার, ফোর্সসহ দোহার থানাধীন পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮১ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।

এ ছাড়া ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। অভিযানে একজনকে গ্রেপ্তার করে নৌ পুলিশ।

নৌ পুলিশ জানিয়েছে, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাটকা মাছ এতিনখানায় বিতরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা হয়েছে বলেও জানিয়েছে নৌ পুলিশ।