জব্দ করা অবৈধ জাল। ছবি: পুলিশ নিউজ

নদীবেষ্টিত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশে নৌ পথের সার্বিক নিরাপত্তা ও নৌ সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে নৌ পুলিশ। দেশের অন্যতম মৎস্য সম্পদ জাটকা রক্ষায় প্রতি বছর মার্চ ও এপ্রিল মাসে জাটকা নিধন প্রতিরোধ অভিযান চালিয়ে থাকে নৌ পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে গত ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত অভিযান চালানো হয়।

নৌ পুলিশ জানায়, এ সময় ২ কোটি ৭ লাখ ১০ হাজার ৭৫০ মিটার অবৈধ জাল জব্দ করা হউ। এসব জালের আনুমানিক দাম ৪৭ কোটি ২৯ লাখ ৬৩ হাজার টাকা। জব্দ করা হয় ৩ হাজার ৬৮৪ কেজি জাটকা, যার আনুমানিক দাম ১০ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকা। এ ছাড়া ২১টি নৌকা, ২৬টি বাল্ক হেড, ৯০০ লিটার ডিজেল, ৬৫টি ছোপ জব্দের পাশাপাশি ১৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।

নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম বলেন, জাতীয় মাছ ইলিশ জিআই পণ্য হিসেবে স্বীকৃত। তাই এর সঠিক রক্ষণাবেক্ষণ করলে দেশে আমিষের চাহিদা পূরণ হবে এবং বিদেশে রপ্তানির মাধ্যমে অর্থনীতির উন্নতি হবে।

জাটকা রক্ষায় মার্চ ও এপ্রিল মাসে নৌ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।