বরিশালে মেঘনা নদীর বিভিন্ন শাখায় নৌ পুলিশের অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ

বরিশালে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ২৬ লাখ মিটারের বেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। মেঘনা নদীর বিভিন্ন শাখায় এ অভিযান পরিচালিত হয়।

নৌ পুলিশ ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) জানায়, বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীর বিভিন্ন শাখায় জাটকা নিধনবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। এসব জালের আনুমানিক দাম ৭ কোটি ৮০ লাখ ১২ হাজার টাকা।

অভিযানে ১৭০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।