‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে রোববার এসএমপির তৎপরতা। ছবি: বাংলাদেশ পুলিশ

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে চলা নিশ্চিতে রোববার ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে প্রচার কার্যক্রম চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সিলেট মহানগরের চৌহাট্টা পয়েন্টে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ কার্যক্রমের সূচনা করেন এসএমপি কমিশনার জাকির হোসেন খান পিপিএম।

পুলিশ কমিশনার নগরবাসীকে সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে চলার জন্য অনুরোধ করেন। তিনি মোটরসাইকেলচালক ও আরোহী উভয়কে হেলমেট পরার আহ্বান জানান।

এ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ সোহেল রেজা পিপিএম-বার, উপকমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপকমিশনার (প্রসিকিউশন) বি.এম আশরাফ উল্যাহ তাহেরসহ অনেকে।