নোয়াখালীর কবিরহাটে ককটেলসদৃশ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

নোয়াখালীর কবিরহাটে বিস্ফোরক দ্রব্যসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কবিরহাট থানার বাটইয়া ইউনিয়নের ওটারহাট থেকে ৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে একটি মাইক্রোবাস থেকে ওই ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ সেপ্টেম্বর বিকেলে খবর পাওয়া যায়, কবিরহাটের ওটারহাট এলাকায় একটি মাইক্রোবাসসহ কয়েকজন ব্যক্তিকে স্থানীয় ব্যক্তিরা আটক করেছেন। এই খবরে কবিরহাট থানা-পুলিশ বিকেল সাড়ে পাঁচটার দিকে মাইক্রোবাসসহ নোয়াখালীর সেনবাগের একরাম হোসেন (২৬) ও তাঁর সঙ্গে থাকা ১৭ জনকে আটক করে। মাইক্রোবাসটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদে একরাম বলেছেন, কবিরহাটের ভূঁইয়ারহাটে ৮ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মিছিল এবং সমাবেশে যোগ দিয়ে জীবন ও সম্পদের ক্ষতি করতে চেয়েছিলেন তাঁরা। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।