পুলিশের হেফাজতে হত্যা মামলার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

নোয়াখালীর চরজব্বরে মোটরসাইকেলচালক মোহাম্মদ করিম হত্যা মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চরজব্বর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একাধিক টিম চরজব্বর থানা এলাকা এবং পার্শ্ববর্তী হাতিয়া থানা এলাকায় একাধিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করে।

আসামিরা হলেন মো. জসিম উদ্দিন ওরফে পারভেজ (২৮) ও আক্তার হোসেন (৩২)।

গত রোববার (৯ জুলাই) রাতে মোটরসাইকেলচালক মোহাম্মদ করিমকে (২৫) হত্যা করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করা হয়।

পরদিন সোমবার সকালে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের জোবায়ের বাজারের পাশে খাল থেকে তাঁর মরদেহ গলায় গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করে চরজব্বর থানার পুলিশ।

নিহত করিম হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের বেলাল উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

এ ঘটনায় নিহত করিমের ছোট ভাই শাখাওয়াত হোসেন বাদী হয়ে চরজব্বর থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে। তাঁদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

ভিকটিমের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধারের জোর তৎপরতা অব্যাহত আছে।