নোয়াখালীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে পুনাক সভানেত্রী। ছবি: বাংলাদেশ পুলিশ

নোয়াখালীতে গিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।

পুলিশ কেজি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুনাক সভানেত্রী। ছবি: বাংলাদেশ পুলিশ

নোয়াখালী জেলা পুলিশ লাইনসে নোয়াখালী জেলার অফিসার ও ফোর্স এবং চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তাদের সাথে এক বিশেষ কল্যাণ সভায় যোগ দিতে ২৩ ফেব্রুয়ারি সেখানে যান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ (আইজিপি), ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। তাঁর সঙ্গে পুনাক সভানেত্রীও নোয়াখালী যান।

নোয়াখালীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে পুনাক সভানেত্রী। ছবি: বাংলাদেশ পুলিশ

সংশ্লিষ্টরা জানান, পুনাক সভানেত্রী নোয়াখালী গিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও শিক্ষাসামগ্রী বিতরণ করেন।

এ ছাড়া পুনাক সভানেত্রী পুনাক কার্যালয় উদ্বোধন ও পুনাক স্টল পরিদর্শন করেন, পুলিশ কেজি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পাশাপাশি তিনি পুনাক, নোয়াখালীর তত্ত্বাবধানে আয়োজিত পিঠামেলার উদ্বোধন করেন।

নোয়াখালীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে পুনাক সভানেত্রী। ছবি: বাংলাদেশ পুলিশ