বেগমগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার হত্যার মামলার আসামি। ছবি: জাগো নিউজ।

নোয়াখালীর বেগমগঞ্জে চারটি হত্যাসহ ছয় মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি বাশার ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার ভোরে উপজেলার কেন্দুরবাগ এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর জাগো নিউজের।

গ্রেপ্তার আবুল বাশার ওরফে বাশার ডাকাত (৪৫) বেগমগঞ্জের ছয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভবানীজীবনপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবুল বাশার চারটি হত্যা, একটি ডাকাতি, আরেকটি মামলায় সাজাপ্রাপ্তসহ ছয় মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। বেগমগঞ্জের ওসি মীর জাহেদুল হক রনির নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক জানান, রোববার ২২ মে চট্টগ্রাম থেকে উপপরিদর্শক (এসআই) রোবেল মিয়া ও ফিরোজ আহমেদ তাঁকে অনুসরণ করে আসছিলেন। সোমবার ভোরের দিকে বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় পুলিশ দেখে তিনি গুলি করার চেষ্টা করেন। পরে কৌশলে তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, বাশারের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।