পুলিশের হেফাজতে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ৪ সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ।

নোয়াখালীতে ডিবি পুলিশের সদস্যরা এক অভিযানে ছিনতাই করা একটি মোবাইল ফোনসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছেন।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ১টি চৌকস টিম গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুধারাম থানা এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিল। এ সময় শিল্পকলা একাডেমির সামনে আব্দুর রহিম নামের এক ব্যক্তিকে মারধর করে টাকাপয়সা ও মোবাইল ছিনতাই করার চেষ্টা করছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। তখন ডিবি পুলিশের ওই টিম এক কিশোরকে হাতেনাতে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়।

পরে গ্রেপ্তার কিশোরের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোর গ্যাংয়ের আরও তিন সদস্যকে পৌর পার্ক ও মাইজদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কিশোরেরা হলো আতাউর রশিদ (১৯), খালেদ সাইফুল্লা (১৯), ফাহাদ চৌধুরী হিমেল (১৯) ও আব্দুর রহমান মিশু (২৫)।

তাদের দেহ তল্লাশি করে আব্দুর রহমান মিশুর কাছ থেকে ভিকটিম আব্দুর রহিমের ছিনতাই করা স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।