নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ পাহ্ন নাথ রাহুল (৩৯) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা-পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি রাহুলের বাড়ি নোয়াখালী পৌর শহরে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা রয়েছে।