নেত্রকোনায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুজন। ছবি: নেত্রকোনা জেলা পুলিশ

নেত্রকোনায় ৩ হাজার ৪০৭টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে নেত্রকোনা পৌরসভাধীন রাজুর বাজার এলাকায় অভিযান চালিয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

ওই থানা সূত্রে জানা গেছে, নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর (তদন্ত) মো. সোহেল রানার নেতৃত্বে থানা-পুলিশের একটি দল ওই দিন রাতে নেত্রকোনা পৌরসভাধীন রাজুর বাজারের জনৈক আবদুল হেকিমের (৬২) হোটেলের পাশে ওত পেতে থাকে। এ সময় আবদুল হেকিমের হোটেলের সামনে মাদক ব্যবসায়ী মো. মনির উদ্দিন (২৭) আবুল খায়ের মঈন ফারুক (৪৬) নামের এক ব্যক্তির কাছে মাদক হস্তান্তর করছিলেন। এ সময় পুলিশ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। পরে মনির উদ্দিনের দেহ তল্লাশি করে ৩ হাজার ৪০৭টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তাঁরা মাদক ব্যবসায়ী চক্রের অন্যান্য সদস্য মিলে একে অপরের সহায়তায় দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ি দেশের বিভিন্ন স্থানে বেচাকেনা করে আসছেন। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে।