নেত্রকোনায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্ৰেপ্তার হওয়া পাঁচজন। ছবি: নেত্রকোনা জেলা পুলিশ

নেত্রকোনায় দুটি চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্ৰেপ্তার করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বারহাট্টা থানাধীন স্বল্পদশাল গ্ৰামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চোর চক্রের কয়েকজন সদস্য চোরাই মোটরসাইকেল কেনাবেচার উদ্দেশ্যে ওই গ্ৰামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় প্রাপ্ত তথ্যের সূত্র ধরে ডিবি একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় জেলা ডিবির ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খানের সার্বিক তত্বাবধানে এসআই মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে ডিবির দলটি স্বল্পদশাল গ্ৰামে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে গ্ৰেপ্তার করা হয়।

মোটরসাইকেল চোর চক্রের অন্য কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়। আসামি নাঈম মিয়ার কাছ থেকে একটি এবং আরিফ শেখের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করে। এ ঘটনায় বারহাট্টা থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।