কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত করতে ঈদের দ্বিতীয় দিনেও পুলিশের বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা। ছবি: বাংলাদেশ পুলিশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে হাজারো ইসরায়েলি বিক্ষোভ করেছে। গাজা যুদ্ধ এবং হামাসের কাছে আটক জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় ব্যর্থতার কারণে ১৭ জুন (সোমবার) এই বিক্ষোভ করা হয়। খবর বাসসের।

জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট ও নেতানিয়াহুর বাসভবনের সামনে এই বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা ড্রাম, ভেপু ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে এবং নতুন করে নির্বাচনের দাবি জানায়।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, সহিংসতার সঙ্গে জড়িত নয়জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে পুলিশের নয়জন সদস্য আহত হয়েছেন।