গোল উদযাপন করছেন নেইমার। ছবি : সংগৃহীত

দারুণ ছন্দে থাকা প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) রুখে দিয়েছে মোনাকো। লিগ ওয়ানের ম্যাচে পিএসজির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মোনাকো।

রোববার (২৮ আগস্ট) রাতে প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়া পিএসজির সামনে ছিল হারের শঙ্কা। তবে পেনাল্টি থেকে গোল করে দলকে রক্ষা করেন নেইমার।

প্রথম তিন ম্যাচে ১৭ গোল করে উড়তে থাকা পিএসজিকে এ দিন মাটিতে নামিয়েছে মোনাকো।
শুরু থেকে পিএসজিকে চেপে ধরে দলটি। সাফল্য মেলে ১৯তম মিনিটে। বাঁ পায়ের শটে গোল করেন মোনাকোর ৩০ বছর বয়সী জার্মান ফরওয়ার্ড।

প্রথমার্ধে পিএসজি উল্লেখযোগ্য সুযোগই তৈরি করতে পারছিল না। যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে লিওনেল মেসির শট পোস্টে লাগে। ফিরতি বলে কিলিয়ান এমবাপ্পের শট বাধা পায় অপর পোস্টে।

৭১তম মিনিটে সফল স্পট কিকে সমতা আনেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা নিজেই ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চলতি আসরে চার ম্যাচে নেইমারের গোল হলো ৬টি।