নীলফামারী সদর থানার অভিযানে উদ্ধার করা জাল চেকের পাতা,টাকা, লটারির টিকিট ও ল্যাপটপ । ছবি: বাংলাদেশ পুলিশ।

নীলফামারী জেলার সদর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ায় ব্যবহৃত থাই ব্যাংকের জাল চেকের পাতা, দুবাই ও থাইল্যান্ডের জাল লটারির টিকিট, ল্যাপটপসহ বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে।

গত ২২ আগস্ট ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় দায়ের করা এক মামলার আসামি মো. নুর ইসলাম বাবুকে (২২) গ্রেপ্তারের উদ্দেশ্যে এ থানার পুলিশ ২৭ আগস্ট তারিখ বিশেষ অভিযান চালায় ।

আসামির বসতবাড়ির আশপাশের এলাকায় অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি নুর ইসলাম বাবু পালিয়ে যান। পরে গ্রামপুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পলাতক আসামির শোবার ঘরে তল্লাশি করে দুবাই, মালয়েশিয়া ও থাইল্যান্ডের জাল লটারির টিকিট, থাইল্যান্ডের ব্যাংকের একটি ব্যাংকের জাল চেকের পাতা, ল্যাপটপ এবং নগদ ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

আসামি মো. নুর ইসলাম বাবু সহ মামলাটির অন্য আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।