মেঘনা নদীতে নীলকমল নৌ পুলিশের অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ

চাঁদপুরের নীলকমল নৌ ফাঁড়ির পুলিশ গতকাল মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৫ লক্ষ ৪৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।

নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম মেঘনা নদী ও এর বিভিন্ন শাখার মা ইলিশ রক্ষা অভিযান-২০২৩ সফল করার লক্ষ্যে একাধিক শিফটে অবৈধ জালবিরোধী এই অভিযান চালায়।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ১০ কোটি ৬৩ লাখ ৫ হাজার টাকা।

এ ছাড়া নৌ পুলিশের টিম এবং ২৫ কেজি ইলিশ উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ টাকা।

অভিযানকালে আটক ৫ জনের বিরুদ্ধে মৎস্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো অসহায়দের মাঝে বণ্টন করা হয়।