পিরোজপুরে সাগর থেকে ৮০০ কেজি ইলিশ মাছ আহরণের দায়ে ট্রলারমালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান চালিয়ে রোববার এ জরিমানা করা হয়। খবর বাসসের।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে রোববার রাত ২টায় এ অভিযান পরিচালনা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, ৬৫ দিন সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। এ অবস্থায় এমভি জান্নাতী ট্রলারের মালিক ও জেলেরা সাগর থেকে ইলিশ আহরণ করে।

তিনি আরও জানান, জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।