ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি আলোচনার মূল বিষয় ইউক্রেনের নিরপেক্ষতার বিষয়টি কিয়েভের আলোচকরা নিবিড়ভাবে খতিয়ে দেখছেন।

রাশিয়ার নিরপেক্ষ কয়েকটি সংবাদমাধ্যমকে রোববার দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, ‘আলোচনার এই পয়েন্ট আমার বোধগম্য হয়েছে। এটি নিয়ে আলোচনা চলছে। খুব সতর্কতার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ খবর বাসসের।

এর আগে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, সুইডেন ও অস্ট্রিয়া নিরপেক্ষতার একটি মডেল সরবরাহ করেছে। রুশ হামলার অবসানে ইউক্রেন এটি গ্রহণ করতে পারে।

ইউক্রেন এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, কেবলমাত্র কিয়েভ একটি প্রস্তাব তৈরি করতে পারে যা ইউক্রেনীয়দের কাছে গ্রহণযোগ্য হবে।