আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

চট্টগ্রামের নিঝুমদ্বীপ নৌ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চরঘেরা জাল উদ্ধার করেছেন।

নৌ ফাড়ির ইনচার্জের নেতৃত্বে নৌপুলিশের একটি টিম আজ বৃহস্পতিবার কবিরার চরের পূর্ব পাশে ও মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আনুমানিক ৩০ হাজার মিটার চরঘেরা জাল উদ্ধার করে।

উদ্ধার কারেন্ট জালের আনুমানিক মূল্য ৯৯ লক্ষ টাকা ও চরঘেরা জালের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা ।

পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।