নিখোঁজ শিশুকে উদ্ধারের পর বাবার কাছে ফিরিয়ে দিচ্ছে পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার সদস্যরা এক নিখোঁজ শিশুকে উদ্ধারের পর তার বাবার কাছে ফিরিয়ে দিয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) রাতে কোতোয়ালি থানাধীন হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে মো. লিমন হোসেন (১২) নামের ওই শিশুকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর সকালে নগরীর জিন্দাবাজার এলাকার বাসা থেকে কাজীরবাজার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয় লিমন। বাসায় না ফেরায় তার বাবা মো. আবুল বাশার (৫০) কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে হযরত শাহজালাল মাজার এলাকা থেকে লিমনকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে লিমন জানায়, পড়ালেখার জন্য চাপ দেওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে।

পুলিশ জানায়, লিমনকে উদ্ধারের পর তার বাবা মো. আবুল বাশারকে থানায় আসতে বলা হয়। পরে তার কাছে লিমনকে ফিরিয়ে দেওয়া হয়।