আরএমপির শাহ মখদুম থানার অভিযানে গ্রেপ্তার ১২ জন। ছবি: বাংলাদেশ পুলিশ

নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে বুধবার চার নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ মখদুম থানা-পুলিশ।

শাহ মখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকা থেকে গতকাল বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ১২ জন হলেন পপি আক্তার (৩৪), মো. সালাউদ্দিন (৪০), মো. কাউসার (২৫), রহমত আলী (২১), মো. কাউসার (২৩), মো. রাতুল (২০), আশিক হাসান (২৩), মো. মানিক (৩৯), শাকিল আহম্মেদ (২৪), সম্পা আক্তার (২০), সুমি খাতুন (২৬) ও পিয়াংকা খাতুন (২১)।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আরএমপির শাহ মখদুম থানায় মামলা করে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।