পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে সংঘবদ্ধ পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আমীর খসরু জানান, ফতুল্লা থানাধীন শান্তিধারা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সুমন চক্রবর্তী, দীপক রায়, সাদ্দাম হোসেন মামুন, মো. কামাল হোসেন, মো. আলমগীর হোসেন, মো. ইয়াসিন আরাফাত, মো. ইয়াসিন রানা, আনোয়ার হোসেন, হাসিবুল হাসানা শান্ত, ইমরান হোসেন, রবিউস সানি, মো. গোলাম রাব্বি, মো. রফিকুল ইসলাম, সিফাত হাসান, রাব্বি সালাম লিমন ও আল আমিন।

এ সময় তাঁদের কাছ থেকে ১১৪টি পাসপোর্ট, ১৩টি সিল, ৬৪টি নোটারি পাবলিক কপি এবং ২০ হাজার টাকা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি অবৈধ উপায়ে পাসপোর্ট তৈরি করে আসছিল। তাঁদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে।