ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার (২৫ অক্টোবর) ফজরের নামাজের সময় নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে অস্ত্রধারীরা এ হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর যুগান্তরের।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা মোটরসাইকেলে এসে হামলা চালায়। তারা আসার পরপরই মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়।

হাসান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এ ঘটনায় ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এই হামলার ঘটনা ঘটেছে।