নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি রোববার বলেছেন, দেশটির আনামব্রা রাজ্যে নদীতে নৌকা ডুবে ৭৬ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে ওই নদী দিয়ে প্রচন্ড স্রোত প্রবাহিত হচ্ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ৭ অক্টোবর (শুক্রবার) প্রায় ৮৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নাইজার নদীতে বন্যার কারণে নৌকাটি উল্টে যাওয়ায় তাঁরা প্রাণ হারান।

বুহারির উদ্ধৃতি দিয়ে তার দপ্তর জানায়, ‘৮৫ জনকে বহনকারী এ নৌকা রাজ্যের ওগবারু এলাকায় ডুবে যায়। জরুরি সেবা সংস্থা এ দুর্ঘটনায় ৭৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।’

তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে জরুরি সেবা সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

এর আগে ১০ অক্টোবর (রোববার) জরুরি সেবা সংস্থা জানায়, বন্যার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।