বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহিন অরণ্যে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে র‍্যাব।

অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদসহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার হয়েছে। খবর সমকালের।

আজ শুক্রবার (৭ জানুয়ারি) র‌্যাবের গণমাধ্যম শাখার বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার গহিন অরণ্যে র‍্যাব সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ চার রোহিঙ্গা গ্রেপ্তার হয়। গ্রেপ্তার রোহিঙ্গারা সন্ত্রাসী।

অভিযানটি কখন চালানো হয়, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‍্যাব। এ ছাড়া গ্রেপ্তার রোহিঙ্গাদের নামও প্রাথমিকভাবে জানানো হয়নি।