নরসিংদী মডেল থানায় বিট পুলিশিং সভায় উপস্থিত অতিথিরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

নরসিংদী মডেল থানার ৯ নম্বর বিটের (শীলমান্দি ইউনিয়ন) আয়োজনে আজ শুক্রবার বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভ টিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতা বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজ। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও শীলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী মডেল থানার ইনচার্জ এস আই শামীম হোসেন।

সভায় বক্তারা সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভ টিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম রোধে জেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

নরসিংদী জেলায় বিট পুলিশিংয়ের মাধ্যমে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভ টিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। এ সময় মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।