জেলা পুলিশের সদস্যরা পাঞ্জাবি পরে প্রীতি সম্মিলনে অংশ নেন। ছবি: পুলিশ নিউজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের উপস্থিতিতে প্রীতি সম্মিলন ও ভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মে) পুলিশ লাইনস মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে প্রীতি সম্মিলন ও ভোজে অংশ নেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।

জেলা পুলিশের সদস্যরা একই রকম পাঞ্জাবি পরে প্রীতি সম্মিলনে অংশ নেন। সবাই একই ধরনের পোশাক পরায় ভিন্ন এক আবহ তৈরি হয়।

প্রীতি সম্মিলনের পাশাপাশি নরসিংদীবাসীর ঈদ আনন্দকে নিরাপদ করতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশের সদস্যরা দিনভর পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।

পেশাগত দায়িত্বকে সর্বাগ্রে বিবেচনা করে বিশেষ দিন ছাড়াও প্রতিটি দিনকে গুরুত্ব দিয়ে নরসিংদীবাসীকে নিরাপত্তা দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর।