চলচ্চিত্রের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার একটি বার্ষিক অনুষ্ঠান ‘বাংলাদেশ-ভারত চলচ্চিত্র উৎসব’ ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে। কোভিড -১৯ মহামারীর কারণে কয়েক বছর বিরতির পরে, শুক্রবার উৎসবটি শুরু হয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন মুখপাত্র আজ শনিবার এ কথা জানান। খবর বাসসের।

দিল্লির শ্রী ফোর্ট মিলনায়তনে চতুর্থবারের মতো এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। হাইকমিশনের মিনিস্টার প্রেস শাবান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র ‘হাওয়া’ প্রদর্শিত হবে ৫ ফেব্রুয়ারি এবং এর পরে নন্দিত ভারতীয় পরিচালক গৌতম ঘোষের দুটি ফিচার ফিল্ম প্রদর্শিত হবে।