হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশ গত নভেম্বর মাসে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৫৫ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মূল মালিকদের কাছে হস্তান্তর করেছে।

পুলিশের কাছে অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম সদর থানায় ১৪ টি, রাজারহাট থানায় ২ টি, ফুলবাড়ী থানায় ১৭ টি, নাগেশ্বরী থানায় ৬ টি, কচাকাটা থানায় ২ টি, ও রৌমারী থানায় ১৪ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মূল মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই আন্তরিক সেবা প্রদান অব্যাহত থাকবে।