কুড়িগ্রাম আদালত ভবন। ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে কুড়িগ্রামের আদালত জেলায় বিভিন্ন সময়ে করা মাদকের ৩৩টি মামলায় ৪২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার ২০১৩ সালের মাদক মামলায় পলাশবাড়ী এলাকার রিয়াজুল ইসলামকে (২৮) এক বছরের কারাদণ্ড দেন আদালত।

২০১৫ সালের মাদক মামলায় কুড়িগ্রাম সদরের পাওয়ার হাউজপাড়া এলাকার মো. আরিফকে (২০) দুই বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

২০২১ সালের মাদক মামলায় নাগেশ্বরী থানা এলাকার মো. রিয়াজ উদ্দিন ওরফে রিয়াজুদ্দিনকে (৪১) ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

২০২১ সালের মাদক মামলায় কুড়িগ্রাম সদরের শিবরাম কাজীপাড়া গ্রামের সাকিব খন্দকারকে (২১) ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এসব সাজার বাইরেও আদালত বিভিন্ন জনকে নানা মেয়াদে কারাদণ্ড দেন।