আগামী নভেম্বরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক মো. নাজমুল ইসলাম এ কথা বলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

তিনি বলেন, এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী, তবে স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে, এটা (ডেঙ্গুর প্রাদুর্ভাব) সামনের মাসের শুরুতে কমে আসবে। কিন্তু এ জন্য বর্জ্য ব্যবস্থাপনা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং যদি আবহাওয়ার কারণে বৃষ্টিপাত, যেসব ঘটনা মশার বংশবৃদ্ধিতে সহায়তা করে, তা না ঘটে।

নাজমুল ইসলাম বলেন, আমরা আশাবাদী, বৃষ্টিপাত যদি থেমে যায় এবং সিটি করপোরেশনগুলো যেসব উদ্যোগ নিয়েছে, সেসব উদ্যোগের কারণে মশার প্রজননক্ষেত্র কমে আসে, আপনা আপনিই রোগীর সংখ্যা কমে আসবে।