শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন শিক্ষাক্রম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়ার যে তথ্য ছড়ানো হয়েছে, তা সঠিক নয়।

তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শুধু জ্ঞান নয়; ধর্ম, নীতিকথা, দক্ষতা, মূল্যবোধ-সংকুচিত নয়, বরং প্রসারিত করার কাজ চলছে। ধর্মশিক্ষাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। খবর বাসসের।

জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে শনিবার ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরো শিক্ষাব্যবস্থায় জ্ঞান-দক্ষতাকে প্রসারিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে যে মন্তব্য করা হচ্ছে, তা একবারেই সঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘সরকারি, আধা সরকারি কিংবা কোনো সংস্থা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যে আইন রয়েছে, তার নির্দেশনায় পরিচালিত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে হবে। তাহলে শিক্ষার যে উদ্দেশ্য, সেই কাজও আমরা সঠিকভাবে করতে পারব।’